মালদা

ফের বির্তকের শিরোনামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

প্রশ্ন পত্র বিভ্রাটকে কেন্দ্র করে আবার বির্তকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এবারে প্রশ্নপত্র নিয়ে বিতর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ঐচ্ছিক বাংলা দ্বিতীয়বর্ষের পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক।

 

            জানা গেছে, সোমবার ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলির দ্বিতীয়বর্ষের ঐচ্ছিক বাংলা পরীক্ষা। নতুন এবং পুরনো সিলেবাস নিয়ে পরীক্ষায় বসে ১৫ হাজার পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শুরু হতেই প্রশ্নপত্র হাতে পেয়ে চক্ষু চড়ক হয় পুরনো সিলেবাসের ছাত্রছাত্রীদের। জেলার বেশ কয়েকটি কলেজে দেখা যায় পুরনো সিলেবাসের পরিবর্তে এই বছর চালু হওয়া নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তাদের এমনই অভিযোগ করে পুরনো সিলেবাসের ছাত্রছাত্রীরা। আর এতেই সমস্যায় পরে যায় প্রায় দেড় হাজার পরীক্ষার্থী। অনেকে পরীক্ষা না দিয়ে ফিরে যায়।তারা বলে পুরনো সিলেবাসের কোন প্রশ্ন না আসায় তারা সমস্যায় পড়েছে। আজ মালদা মহিলা বিদ্যালয় এবং সামসী কলেজ থেকে এই অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা।

 

            কিভাবে এত বড় ধরনের ভুল হল এই নিয়ে শুরু হয়েছে বির্তক। নিজেদের গাফিলতি কার্যত স্বীকার করে নিয়েছে বিশ্বাবিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস।তিনি জানান এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা অথবা গড় নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।